সংশোধন হচ্ছে চাকসুর গঠনতন্ত্র , যুক্ত হবে নতুন চার পদ

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র পরিবর্তন-পরিমার্জন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগের চারটি সহ-সম্পাদকের পদ পরিমার্জন করে নতুন চারটি মূল পদ যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সংশোধন করা হচ্ছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সহ-সম্পাদক পদের পরিবর্তে নতুন চারটি মূল পদ যুক্ত করা হচ্ছে। গত ১১ সেপ্টেম্বর গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত গঠনতন্ত্র উপাচার্যের অনুমোদনক্রমে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সিন্ডিকেট থেকে উপাচার্যকে এ বিষয় অনুমোদনের অনুমতি দেওয়া হয়েছে।

ড. কামাল উদ্দিন বলেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্র থেকে চার সহ-সম্পাদক পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ রাখা হয়েছে। যেমন সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদকের পরিবর্তে এখন দুটি মূল পদ করা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’। এ ছাড়া বাকি তিন সহ-সম্পাদক পদগুলোর জায়গায় ’পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, ’মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক’ এবং ’ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ নামে তিনটি নতুন পদ যুক্ত করা হয়েছে। তবে মোট পদ সংখ্যা বৃদ্ধি পায়নি, মোট ২৮টি পদই থাকবে।

আরও পড়ুন: চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে

সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ হলো সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। 

রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
টালমাটাল অবস্থা কাটিয়ে আজ মাঠে ফিরছে বিপিএল
  • ১৬ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
  • ১৬ জানুয়ারি ২০২৬
৪৫ আসন সমস্যা নয়, ভিন্ন ভয় ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9