ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রার্থীদের দুই পক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তুললে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এ সময় প্রক্টরিয়াল টিমসহ সিংশ্লিষ্টরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ ছাড়া শিক্ষার্থীদের অনেকে ঠিকমতো লাইনে না দাঁড়ানোয় বিচ্ছৃঙ্খলা দেখা দিয়েছে।
সরেজমিনে জানা যায়, কয়েক জন প্রার্থী লাইনে ভোটারদের কাছে ভোট চাইছিলেন। এ সময় আরেক পক্ষ প্রতিবাদ জানায়। তবে অপর পক্ষ দাবি করেন, তারা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ভোট চাইছেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কেন্দ্রের ১০০ মিটারের মিটারের মধ্যে এভাবে ভোট চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।
এদিকে কেন্দ্রটিকে শিক্ষার্থীদের লাইনেও বিচ্চৃঙ্খলা দেখা দিয়েছে। ভোটাররা ঠিকমতো লাইনে না দাঁড়ানোয় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় কর্তৃপক্ষের। তারা তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন: লাইনের সামনে দাঁড়িয়ে ভোট চাইলেন ছাত্রদল নেতা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।
১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।