জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী অমর্ত্য রায়

জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী অমর্ত্য রায় © টিডিসি ফটো

নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সাবেক সভাপতি ও ৪৭ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার (০৬ সেপ্টেম্বর ) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার সিদ্ধান্তের বিষয়ে রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায়  অমর্ত্য রায় জনকে বিশেষ বিবেচনায় স্নাতকের ৪০৮ নং কোর্সে পরীক্ষার অনুমোদন দেয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ায় অমর্ত্য রায়ের নিয়মিত ছাত্রত্ব না থাকার বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনায় এসেছে।‘

ছাত্রত্ব না থাকার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ  বলেন, ‘অমর্ত্য ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২১ সালে স্নাতকোত্তর পরিক্ষায় অংশ গ্রহণ করে ৪০৭ ও ৪০৮ নং কোর্সে অকৃতকার্য হন। আগের অর্ডিন্যান্স অনুযায়ী (বর্তমান অর্ডিন্যান্স ২০১৯-২০) অমর্ত্য শুধু একবার মানোন্নয়ন পরীক্ষা দেবার সুযোগ পাবেন। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের অসর্তকতায় একবারের পরিবর্তে দুইবার মানোন্নয়ন পরীক্ষার সুযোগ পেয়েও একটি কোর্সে পাশ করতে পারেননি। 

কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পর্বে ভর্তির আবেদন করলে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, তিনি এখনো স্নাতক পরিক্ষায় একটি কোর্সে অকৃতকার্য আছেন। ফলস্বরূপ আমরা তাকে স্নাতকোত্তর ভর্তির সুযোগ না দিয়ে স্নাতকের উক্ত কোর্সটি পুনরায় পরীক্ষা নেওয়ার সুপারিশ করি। যা অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।‘

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে একজন নির্বাচন কমিশনের স্বাক্ষর না থাকার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনার রেজওয়ান করিম স্নিগ্ধা অসুস্থ থাকায় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।‘

প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় অমর্ত্য রায় জন বলেন, ‘আমরা প্যানেলের সকলের সাথে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবো।‘

মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9