রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ PM
আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে সংবাদ সম্মেলন করা হয়

আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে সংবাদ সম্মেলন করা হয় © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৬-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম আন্তর্জাতিক রিসার্চ সম্মেলন-২০২৫’। রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (আরইউইসি) আয়োজনে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও নীতি নির্ধারকসহ প্রায় ১ হাজার ২০০ জন অংশগ্রহণকারী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজকেরা।

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘অ্যাডভান্সিং নলেজ অ্যান্ড ইনোভেশন অ্যাক্রোস ডিসিপ্লিন অ্যান্ড সোশ্যাল ট্রান্সফর্মেশন’। গবেষণাকে কেবল একাডেমিক অর্জনে সীমাবদ্ধ না রেখে সামাজিক উন্নয়ন, জাতীয় অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এ আয়োজন।

এ ছাড়া সম্মেলনে থাকবেন ৬০০ জন গবেষক, ৫০০ জন নিবন্ধিত দর্শনার্থী ও ১০০ জন সংগঠক। পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের ১০ জন বিদেশি ডেলিগেট অংশ নেবেন। এতে আয়োজনটি আরও বৈচিত্র্যময় হয়ে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনের জন্য জমা পড়েছিল ১ হাজার ৬০০-এর বেশি গবেষণা অ্যাবস্ট্রাক্ট। এর মধ্যে কঠোর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৩৮০টি প্রবন্ধ নির্বাচিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন বিশিষ্ট শিক্ষক নিয়ে গঠিত সাইন্টিফিক কমিটি এ রিভিউ কার্যক্রম সম্পন্ন করেন।

এ ছাড়া অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্যানেল ডিসকাশন— ‘শেপিং দ্য ফিউচার: রিসার্চ ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ইন ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল কন্টেক্সটস’। এতে অংশ নেবেন বিইউইটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহাম্মদ তারিক আরাফাত, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের ড. মো. জহুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ড. নাসির উদ্দিন।

সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখবেন বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বাংলাদেশের গণিত অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতার অগ্রদূত হিসেবেও সুপরিচিত। তার অভিজ্ঞতা তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে ২৫০টি ওরাল প্রেজেন্টেশন, ১০০টি পোস্টার প্রেজেন্টেশন এবং ৩০টি থ্রি-মিনিট থিসিস প্রেজেন্টেশন। পাশাপাশি আয়োজন করা হবে বিশেষ ওয়ার্কশপ, যেখানে আধুনিক গবেষণা কৌশল, একাডেমিক লেখালেখি ও গবেষণার ডিজিটাল ব্র্যান্ডিং বিষয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রোজমেরি এভান্স।

দ্বিতীয় দিনের বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ১০০টির বেশি প্রতিষ্ঠান সম্মেলনে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে, যা একে একাডেমিক গবেষণার পাশাপাশি শিল্প ও গবেষণার সেতুবন্ধন হিসেবেও প্রতিষ্ঠিত করবে।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9