ব্র্যানড্রিল, ভিওবির ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা হিসেবে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে © সংগৃহীত
দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত প্রকাশনা সংস্থা ‘ভয়েস অব বিজনেস (ভিওবি)’ আয়োজন করেছে জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন ব্র্যানড্রিল ৫.০। ২০১৭ সালে যাত্রা শুরু করা ব্র্যানড্রিল, ভিওবির ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা হিসেবে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাস্তবধর্মী ব্র্যান্ডিং সমস্যার সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের ব্র্যান্ড আইডিয়েশন, কৌশল প্রণয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত। রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যানড্রিল ৫.০-এর সর্বমোট মোট পুরস্কারের পরিমাণ ২ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, প্রথম রানার্সআপ দল ৬০ হাজার টাকা, দ্বিতীয় রানার্সআপ দল ৪০ হাজার টাকা এবং অন্য ৩টি ফাইনালিস্ট দল প্রতিটা ৫ টাকা টাকা করে।
ব্র্যানড্রিল ৫.০ প্রতিযোগিতার ধাপসমূহ এবার তিনটি। প্রথম ধাপে (র্যাপিড ফায়ার রাউন্ড) অংশগ্রহণকারীদের অনলাইনে ২৪ ঘণ্টার মধ্যে কেস সমাধান করতে হবে। দ্বিতীয় ধাপে ব্র্যান্ডিং বিশেষজ্ঞদের নিয়ে ওয়ার্কশপে অংশগ্রহণ এবং থাকবে অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি) তৈরির চ্যালেঞ্জ। এবং চূড়ান্ত ধাপে অংশগ্রহণকারীদের একটি সমন্বিত বিপণন যোগাযোগ (Integrated Marketing Communication) ক্যাম্পেইন ডিজাইন ও উপস্থাপনা করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন: https://tickify.live/event/brandrill-5/
আরও পড়ুন: এক হায়েসের পেছনেই বছরে ব্যয় ৬২ লাখ, দেড় লাখ হয়েছে মাউশি ডিজির একদিনের আপ্যায়ন বিল
স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত ব্র্যানড্রিল আজ দেশের শীর্ষ সৃজনশীল প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ, নেটওয়ার্কিং এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের দিক থেকে প্রতিযোগিতাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
ভয়েস অব বিজনেস ২০০৭ সালে দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি তাদের ম্যাগাজিনের ১৪টি সংস্করণ প্রকাশ করেছে। ভয়েস অব বিজনেস বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য BRANDrill, Job Market Essentials, Writing Contest-সহ বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে থাকে।
ইভেন্ট লিংকঃ https://facebook.com/events/, ভয়েস অব বিজনেস ওয়েবসাইট লিংকঃ https://thevob.net/, ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/