রিট আবেদনকারীকে ‘গণধর্ষণের’ হুমকি, সেই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি প্রশাসন

০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ PM
আলী হুসেন

আলী হুসেন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেছিলেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। এ নিয়ে হাইকোর্ট সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই স্থগিতাদেশ বাতিল করেন।

রিট আবেদনকারী ফাহমিদা আলমকে লক্ষ্য করে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাবির শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তে তার স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে এই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডাকসুর নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবির। তাদের এই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ১০টার দিকে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়গুলো দেখার জন্য একটি টাস্কফোর্স রয়েছে। এটার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি এসব বিষয় দেখছেন।

তিনি বলেন, আমরা ওই ছেলের বিষয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্রশিবিরের কাছ থেকে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। সেগুলো টাস্কফোর্সে পাঠিয়ে দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী টাস্কফোর্স থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেবে বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ। রাত সাড়ে ৯টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনার পরপরই আমরা প্রশাসনকে কল করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এই রকম নারীর বিরুদ্ধে স্লেশ-সেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যে কালচারি উঠে উঠেছে সেটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, লড়াই। এই লড়াইটা সমন্বিতভাবে হওয়ার দরকার ছিল। 

ট্যাগ: ডাকসু
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9