সিনেট সদস্য ও হল ভিপি পদে মনোনয়ন তুললেন রাবি প্রেসক্লাবের সৈয়দ সাকিব

২৬ আগস্ট ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৪ PM
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাকিব

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাকিব © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে সিনেট সদস্য ও শহীদ শামসুজ্জোহা হল সংসদে ভিপি পদে মনোনয়ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৈয়দ সাকিব। রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুটি পদের জন্যই মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সংবাদকর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১নং সহসভাপতি হিসবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রে ইংরেজি সংবাদপাঠক হিসেবে আছেন। এছাড়া তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান ও টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অনলাইন প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদ শামসুজ্জোহা হলের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তিনি। এরই মধ্যে অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার বিষয়ে ১০ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। এছাড়া নিয়মিত সিনেট না হওয়া, সিনেট মনোনীত উপাচার্য প্যানেল তৈরি না হওয়া, রাকসুর ফান্ডের অর্থ, হল সংসদ কক্ষ না থাকা, ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাস সংরক্ষণে না রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফেসবুকে বেশ সরব রয়েছেন এই প্রার্থী।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন নিয়ে সভা ডেকেছে মন্ত্রণালয়

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সৈয়দ সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে যখন প্রশাসনের পক্ষ থেকে সংবাদকর্মী হিসেবে মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে, তখন সবসময়ই আমি শিক্ষার্থীদের ক্ষোভ, হতাশা এবং তাদের চাওয়াগুলো তুলে ধরেছি। এবার শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সিনেট অধিবেশনে জোরালোভাবে রাবি শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো তুলে ধরতে চাই।

হল সংসদের ভিপি পদপ্রার্থী সৈয়দ সাকিব আরও জানান, সিনেটের পাশাপাশি আমি শহীদ শামসুজ্জোহা হলের ভিপি পদেও প্রতিদ্বন্দ্বিতা করছি। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী—জোহা স্যারের নামাঙ্কিত আবাসিক হল—শহীদ শামসুজ্জোহা হলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা অতিবাহিত করেছি। স্বাধীন বাংলাদেশের যত বয়স, শামসুজ্জোহা হলের বয়সও একই। সংবাদকর্মী হিসেবে যখনই এ আবাসিক হলটিতে কোনো অনিয়মের চর্চা হয়েছে, তা গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। হলটিতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্যও বরাবরই সোচ্চার ছিলাম। যেহেতু হল সংসদ হচ্ছে, আমি চাই জোহা স্যারের নামাঙ্কিত এ আবাসিক হলটি একটি মডেল আবাসিক হলে রূপান্তরিত হোক।

নির্বাচনে স্বতন্ত্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সৈয়দ সাকিব। এছাড়া খুব দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন সিনেট ও হল সংদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া এ প্রার্থী।

বিএনপির ব্যানার খুলে জামায়াতকে যে বার্তা দিলেন রাকসু জিএস
  • ১৮ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা বাঘিনীদের
  • ১৮ জানুয়ারি ২০২৬
মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের পাঁচ দিন পর পানিতে মিলল স্কুলছাত্রীর লাশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ফাইল নিয়ে গেছেন সাবেক …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9