আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পাশে ঢাবি শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
সুনির্দিষ্ট আইনের তোয়াক্কা না করে আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে চট্টগ্রাম অঞ্চলের ৫৪৭ জন কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীরা। ব্যাংকটির ৫৪৭ কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে চলমান আন্দোলনে বুধবার (৩০ জুলাই) সংহতি জানিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তারা।
ঢাকা ইউভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পটিয়া (ডুসাপ)-এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এম এ খালেকের নির্দেশনায় সংহতি ও মানববন্ধন প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতির নিন্দা জানান। এ সময় তারা চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের অনতিবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। একইসাথে চট্টগ্রাম অঞ্চলের লোকজনকে অবৈধভাবে চাকরি থেকে অব্যাহতির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংককে দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোনো নোটিশ ছাড়া গত সপ্তাহে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। ফলে গত কয়েকদিন ধরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন চাকরিচ্যুতরা।