নতুন প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি জাতির উপহার: ভিসি 

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’  নামে বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে ২ হাজার ৮৪০ কোটি টাকা। এই প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি জাতির উপহার বলে মন্তব্য করেছেন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে প্রকল্পের সার্বিক দিক তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।

ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ এটি। এই প্রকল্পের পুরোটাই জাতির করের টাকায় হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি এটি জাতি উপহার। এই জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অনেকগুলো একাডেমিক সুবিধা এই প্রকল্পে তৈরি হবে। এর সাথে খেলাধুলা, মেডিকেল সার্ভিস, ধর্মী উপাসনালয়ও রয়েছে। আমার চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান আমাদের সাথে হাত বাড়িয়ে দিক। পার্টনারশিপের ভিত্তিতে জাতির করের টাকায় করা এই সুবিধাগুলোগুলো প্রয়োজনের ক্ষেত্রে উন্মুক্ত থাকবে।

প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক সুবিধাদি নিশ্চিতকরণের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়নের মূল উদ্দেশ্য এই প্রকল্পটি।

প্রকল্পটির মধ্যে রয়েছে: অ্যাকাডেমিক ভবন নির্মাণ-৬টি; ২৬০০ জন ছাত্রীর জন্য আবাসিক হল নির্মাণ- ৪টি; ৫১০০ জন ছাত্রের জন্য আবাসিক হল নির্মাণ- ৫টি; হাউজ টিউটর (ছাত্র হলের জন্য-৫টি ও ছাত্রী হলের জন্য-৪টি)-৯টি; শিক্ষক ও অফিসারদের জন্য আবাসিক ভবন নির্মাণ- ২টি; অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ-৫টি; জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন-৪টি; বিদ্যমান সার্ভিস লাইন মেরামত/সংস্কার; খেলার মাঠ উন্নয়ন-১টি; পাবলিক টয়লেট নির্মাণ-২টি; ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট (ওয়েস্টবিন-২৫৬টি)।

প্রধান প্রধান ভবনের নাম: 
আবাসিক ভবন (ছাত্রীদের আবাসিক হল) নির্মাণ:

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেল ভেঙে ১০০০ ছাত্রীর জন্য আনুষঙ্গিক সুবিধাসহ (১৫ তলা ভিতে ১৫ তলা) ছাত্রী হল নির্মাণ  ও হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)।

*শামসুন নাহার হলের অভ্যন্তরে বিদ্যমান হাউজ টিউটর কোয়ার্টার ও গ্যারেজ ভেঙে আনুষঙ্গিক সুবিধাদিসহ ৬০০ ছাত্রীর জন্য (১০ তলা ভিতে ১০ তলা) (রক-১) ও (৬ তলা ভিতে ৬ তলা) (ব্লক-২) শামসুন্নাহার হলের সম্প্রসারণ ভবন নির্মাণ।  হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)।

*বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর বিদ্যমান স্টাফ কোয়ার্টার বি এবং ডি ভবন ভেঙে ৫০০ ছাত্রীর জন্য (১১ তলা ভিতে ১১ তলা) (ব্লক-১) ও (৮ তলা ভিতে ৮ তলা) (ব্লক-২) ছাত্রী হল নির্মাণ।  হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)

*বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে প্রভোস্ট বাংলো, হাউজ টিউটর ও ৩ তলা সিকদার মনোয়ারা ভবন ভেঙ্গে ৫০০ ছাত্রীর জন্য (১০ তলা ভিতে ১০ তলা) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সম্প্রসারণ ভবন নির্মাণ হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)

আবাসিক ভবন(ছাত্রদের আবাসিক হল) নির্মাণ:

*শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনসেড ভেঙে তদস্থলে ১৩০০ ছাত্রের জন্য আনুষঙ্গিক সুবিধাদিসহ (১২ তলা ভিতে ১২ তলা) (ব্লক-১) ও (৮ তলা ভিতে ৮ তলা) (ব্লক-২) শহিদ সার্জেন্ট জহরুল হক হলের সম্প্রসারণ ভবন নির্মাণ (খ) হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)। 

*সূর্যসেন হলের অভ্যন্তরে উত্তরভাগ ভেঙে ১১০০ ছাত্রের জন্য (১১ তলা ভিতে ১১ তলা) সূর্যসেন হলের সম্প্রসারণ ভবন নির্মাণ। হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)

*ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের অভ্যন্তরে শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন ও কাফেটেরিয়া ভেঙে তদস্থলে ১২০০ ছাত্রের জন্য (১৫ তলা ভিতে ১৫ তলা) (ব্লক-১) ও (৬ তলা ভিতে ৬ তলা) (ব্লক-২) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সম্প্রসারণ ভবন নির্মাণ। হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)

*হাজী মুহম্মদ মুহসীন হলের বিদ্যমান টিন শেড ও ১ তলা প্রধান হল অংশ ভেঙে তদস্থলে ১০০০ ছাত্রের জন্য (১৯ তলা ভিতে ১২ তলা) (ব্লক-১) ও (৬ তলা ভিতে ৬ তলা) (ব্লক-২) হাজী মুহাম্মদ মুহসীন হলের সম্প্রসারণ ভবন নির্মাণ (খ) হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)।

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ড: কুদরত-ই-খুদা হলের বাংলো ভেঙে ৫০০ ছাত্রের জন্য (১০ তলা ভিতে ১০ তলা) (ব্লক-১), (৮) তলা ভিতে ৮ তলা) (রক-১) ও (৫ তলা ভিতে ৫ তলা) (রক-৩) ড. কুদরাত-ই-খুদা হলের সম্প্রসারণ ভবন নির্মাণ। হাউজ টিউটর কোয়ার্টার (১১ তলা ভিতে ১১ তলা) নির্মাণ (২০-ফ্ল্যাট)

আবাসিক ভবন (শিক্ষক ও অফিসারদের) নির্মাণ:

*সূর্যসেন হল এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের বিদ্যমান প্রভোস্ট বাংলো ভেঙে তদস্থলে (২ তলা ভিতে ২ তলা) প্রো-উপাচার্য বাংলো নির্মাণ।

*দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকার ১২ ও ১৩ নম্বর ভবন ভেঙে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (১৬ তলা ভিতে ১৫ তলা) শিক্ষকদের জন্য আবাসিক ভবন নির্মাণ (১১২ ফ্ল্যাট)

অ্যাকাডেমিক ভবন:

*বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পশ্চিম উত্তরাংশের সম্প্রসারণ ভবন ভেঙে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (১৩ তলা ভিতে ১২ তলা) (ব্লক-১) ও (৭ তলা ভিতে ৬ তলা) (ব্লক-২) সম্প্রসারণ ভবন নির্মাণ।

*আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য আইএসআরটি ভবন ভেঙ্গে এবং মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবন ও আইএসআরটি ভবনের মধ্যবর্তী খালি জায়গায় ১টি সেমি বেজমেন্ট ফ্লোরসহ (১১ তলা ভিতে ১০ তলা) ভবন নির্মাণ

*উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পূর্ব-দক্ষিণ কর্নারের খালি জায়গায় (৩ তলা ভিতে ৩ তলা) উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ভবন নির্মাণ

*চারুকলা অনুষদের বিদ্যমান ক্রাফট, স্কাল্পচার, গ্রাফিকস, সিরামিক, ইতিহাস ভবন ও থিওরেটিকেল শিক্ষক লাউঞ্জ ভবনসমূহ ভেঙে  ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (৬ তলা ভিতে ৫ তলা) অ্যাকাডেমিক ভবন নির্মাণ

*বিজনেস স্টাডিজ অনুষদের ১-তলা ভবন ভেঙ্গে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (১১ তলা ভিতে ১০ তলা) বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁঞা এমবিএ টাওয়ার ভবন নির্মাণ

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রেস ভবন ও টিন শেড নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (১২ তলা ভিতে ১১ তলা) (ব্লক-১) ও (৬ তলা ভিতে ৫ তলা) (ব্লক-২) প্রেস কাম অ্যাকাডেমিক ভবন নির্মাণ 

অন্যান্য ভবন:

*শিববাড়ী আবাসিক এলাকার ভবনসমূহ (৪র্থ শ্রেণি) ভেঙ্গে (৬ তলা ভিতে ৬ তলা) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ভবন নির্মাণ।

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ১-তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে  ১টি সেমি বেজমেন্ট ফ্লোরসহ (৫ তলা ভিতে ৪ তলা) মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণ।

*ডাকসু ভবন ভেঙে তদন্তলে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (১৩ তলা ভিতে ১২ তলা) মাল্টিপারপাস ডাকসু ভবন নির্মাণ।

*বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর-পশ্চিম অংশ ভেঙে তদস্থলে ১টি সেমি বেসমেন্ট ফ্লোরসহ (২১ তলা ভিতে ২০ তলা) (ব্লক-১) ও দক্ষিন-পূর্ব অংশ ভেঙে  তদস্থলে (৫ তলা ভিতে ৪ তলা) (ব্লক-২) প্রশাসনিক ভবন নির্মাণ।

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এর জন্য প্রি-ইঞ্জিনিয়ারড ভবনের অবশিষ্ট কাজ নির্মাণ।

 


সর্বশেষ সংবাদ