ঢাবিতে শনিবার দিনব্যাপী তরুণ লেখক সম্মেলন

১৮ জুলাই ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১১:৪৪ AM
ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়

ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয় © টিডিসি

তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন-২০২৫’। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক ও সম্পাদকসহ অংশ নেবেন দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

তরুণ লেখক সম্মেলন-২০২৫-এর দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে প্রদর্শনী, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে মাইম শো, জুলাই গণঅভ্যুত্থান : স্বৈরাচার পতনের এক রক্তক্ষয়ী অধ্যায়’ শীর্ষক সেমিনার, ক্যারিয়ার প্যানেল ডিসকাশন, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ,জুলাই বিপ্লব নিয়ে বিশেষ কুইজ, ষাণ্মাসিক ম্যাগাজিন ‘সরসিজ’-এর মোড়ক উন্মোচন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কলামিস্টদের একটি টিএসসি ভিত্তিক সংগঠন। সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষার্থীদের কলাম, মতামত, ফিচার ও প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানসহ তা জাতীয় দৈনিক ও সাময়িকীগুলোতে প্রকাশে সহায়তা করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীলতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও লেখনীর বিকাশে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত এই ফোরামের সদস্যদের কয়েকহাজার কলাম ও মতামত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির সংস্কৃতি বিকাশ, মতপ্রকাশের সাহস সৃষ্টি এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চাকে উৎসাহিত করতে এবং জুলাইকে ধারণ করে দেশের জন্য তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে আমরা আগামী ১৯ জুলাই (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আয়োজন করতে যাচ্ছি দিনব্যাপী ‘তরুণ লেখক সম্মেলন-২০২৫’।’

আরও পড়ুন: ‘পাহাড় থেকে সমতলে, নারীরা কোথাও নিরাপদ নয়’—বিচারের দাবিতে উত্তাল জনতা

এ ছাড়া তরুণ লেখক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শ্রদ্ধেয় শিক্ষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ স্যাটেলাইট কমিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৫ দিন পর মিললো স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মর…
  • ১৮ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারিক কমিটিতে ইউএনও…
  • ১৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৮ জানুয়ারি ২০২৬
টঙ্গী তা’মীরুল মিল্লাত মাদরাসায় শহীদ ওসমান হাদির হত্যার বিচ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপির আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9