এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ  © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আওয়ামী ও এর অঙ্গসংগঠনের হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-উত্তরাঞ্চল সংযোগকারী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’; ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমাদের ব্লকেড কর্মসূচি চলছে। আমরা ইন্টেরিম সরকারকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই যেকোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব, আপনারা দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই ছাত্র জনতা এখনো রাজপথ ছেড়ে যায়নি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!