ঢাবির রোকেয়া ও সুফিয়া কামাল হলের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (৩০ জুন) হলে ভর্তি হতে আসা নবীন ছাত্রীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করা হয়।
এই সময় রোকেয়া হলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, শ্রাবনী আক্তার। অন্যদিকে, সুফিয়া কামাল হলে উপস্থিত ছিলেন তাওহীদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরি ও জাকিয়া আলো।
এ বিষয়ে জানতে চাইলে চেমন ফারিয়া মেঘলা বলেন, ‘আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের রত্ন হবে এবং পাশাপাশি বিশ্বমানব হবে। নবীনদের জন্য এটাই আমাদের কামনা।’
তাসনিয়া জান্নাত চৌধুরি বলেন, ‘নবীনেরা আগামীতে দেশের হাল ধরবে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে থাকবে। এই ভরসা আমরা নবীনদের দিতে চাই।’