করোনা প্রতিরোধে ৮ জরুরি নিদের্শনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

১৭ জুন ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৯ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © ফাইল ফটো

পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৮ সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি পার্শ্ববর্তী অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং অন্যান্য দেশ সমূহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপাচার্যের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নিম্নলিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার অনুরোধ করা হল। 

নির্দেশনাগুলো হল- বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া; নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা; আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকা; অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা; হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা; চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীরে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক (পিপিই) মজুদ রাখার ব্যবস্থা করা; ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করা এবং জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকা।

 

 

যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে ঢাবি-ব্র্যাক…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬