ঢাবিতে গাঁজা সেবনের সময় আটক ৪ জন কেউই শিক্ষার্থী নন

আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গাঁজা প্রস্তুতের সময় এক তরুণীসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৫ মে) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মার্লো চত্বরে এ ঘটনা ঘটে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কারও শিক্ষাজীবনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। আটকদের মধ্যে রয়েছেন জান্নাতুল ফেরদৌস মীম (১৮), রেজওয়ান চৌধুরি শান্ত (১৭), মো. ইয়াসিন (১৭) এবং রিফাতুল ইসলাম ভাষা (১৮)।

জানা গেছে, মীম এসএসসি পাস করার পর পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেছেন। শান্ত এসএসসি পাস করলেও আর লেখাপড়ায় ফেরেননি। ইয়াসিন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি। আর রিফাতুল ইসলাম ভাষা এসএসসি পাস করার পর আর কলেজে ভর্তি হননি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর *দ্য ডেইলি ক্যাম্পাসকে* বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইন অনুযায়ী তাদের সোমবার (২৬ মে) কোর্টে পাঠানো হবে। সকাল ১০টায় মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সংবাদ