অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া © টিডিসি সম্পাদিত
ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া পদত্যাগ করেছেন। আজ রবিবার (২৫ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে জানতে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মজিবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমিও মৌখিকভাবে শুনেছি। কিন্তু কোনো ধরণের লিখিত পদত্যাগপত্র সম্পর্কে আমরা এখনো অবগত নই।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না বলেন, এ ব্যাপারে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিজ্ঞপ্তি পায়নি। কিন্তু অনানুষ্ঠানিকভাবে এ ব্যাপারে শুনেছি।
২০২৩ সালের ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী ৩ শর্তে তিন বছরের জন্য হলটির নতুন প্রভোস্ট হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন। নিয়োগ পেয়ে সাবেক প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়ার হাত থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছিলেন। তিন বছরের পূর্ণ দায়িত্ব পালন করলে আগামী বছরের ৩০ এপ্রিল তার দায়িত্ব শেষ হতো।
এদিকে, গত ৫ আগস্টের পরপরই পদত্যাগ করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক হলের প্রাধ্যক্ষ। তবে অজ্ঞাত কারণে অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া পদত্যাগ করেননি। এ ছাড়া আরও দুয়েকটি হলের আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া প্রাধ্যক্ষরা এখনও বহাল তবিয়তে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।