ছাত্রদলের কাছে শিক্ষার্থীদের তথ্য, অভিযোগ তদন্তে জাবির কমিটি

১৭ মে ২০২৫, ০২:৪২ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নাম্বারে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচির এসএমএস (খুদে বার্তা) পাঠিয়েছে জাবি শাখা ছাত্রদল। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মেসেজ পাঠিয়েছেন তারা। এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে আগামী আট কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: জাবি শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভ্যাকসিন এসএমএস, ব্যক্তিগত তথ্য নিয়ে নিরাপত্তা শঙ্কা

এর আগে এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি শিক্ষার্থীদের তথ্য একটি ছাত্র সংগঠনকে সরবরাহ করেছে। অভিযোগটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পরপরই তারা বিষয়টি ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে তদন্তে নামে।

জরুরি সভায় প্রশাসনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের তথ্য সরবরাহ করা হয়নি। তবে অভিযোগের উৎস, প্রক্রিয়া ও সম্ভাব্য তথ্যফাঁসের উৎস সম্পর্কে নিশ্চিত হতে এবং যে কোনো রকমের সন্দেহ দূর করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অভিযোগের পেক্ষিতে গৃহীত পদক্ষেপ এবং বক্তব্যের মাধ্যমে প্রশাসনের আন্তরিকতা প্রমাণিত হবে ও উদ্ভূত সংকট দূর হবে বলে আমরা বিশ্বাস করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে এবং জানিয়েছে, শিক্ষার্থীদের তথ্যের মতো সংবেদনশীল বিষয়ে তাদের অবস্থান সবসময় স্পষ্ট ও দায়িত্বশীল। তদন্ত প্রতিবেদন সামনে এলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: জাবি
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬