ঢাবির দেয়াল থেকে শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ছাত্রদল

০৮ মে ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
ঢাবির দেয়াল থেকে মুছে দিল শেখ মুজিবের গ্রাফিতি

ঢাবির দেয়াল থেকে মুছে দিল শেখ মুজিবের গ্রাফিতি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের দেয়ালে আঁকা ‘মুজিব শতবর্ষ’ লোগো থেকে শেখ মুজিবের ছবি ও নাম মুছে ফেলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী।

বুধবার (৭ মে) দুপুরে নামফলক ও ছবি মুছে দেন তারা। এ সময় দলের নেতাকর্মীদের ‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার বিভিন্ন নামফলক স্থাপন করে এবং দেবতা হিসেবে জনগণের সামনে হাজির করে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত জাতীয়তাবাদী সৈনিকরা এসব ফ্যাসিবাদী সিগনেচার অপসারণ করে দিয়েছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোনো স্বৈরাচার আর জন্ম না নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এসব ফ্যাসিবাদী নিদর্শন বিনষ্ট করা।

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ রাতের আঁধারে ক্যাম্পাসে এখনো ‘জয় বাংলা’ লিখে চলে যায় অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের এসব ফ্যাসিবাদী নিদর্শন মুছে দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল ছাত্রদল নেত্রী মেহজাবিন আল মারজান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম, মিনহাজুর রহমান প্রান্ত, জাহিদুল ইসলাম পান্থ, মোহাম্মদ রনি, কাজী সুলতান মাহমুদ, তানজিব সারোয়ার ও সিদরাতুল মুনতাহা আলিফ।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬