রাবিতে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত

রাবিতে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার ২০২৫’
রাবিতে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার ২০২৫’  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন তুলে ধরা হয়।

রবিবার (৪ মে) সকাল ১০টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা গোটা বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের বিষয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আমাদের এই বিভাগের যে শিক্ষার্থীগুলো হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সার্টিফিকেট অর্জন করেছে তাদের প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের মতো আসছে তাই এখনও পর্যন্ত অনেক ধরনের সীমাবদ্ধতা আছে বিভাগটিতে এ বিষয়ে আমাদের প্রশাসন ইতোমধ্যে ভূমিকা নিয়েছে এবং শিক্ষক নিয়োগের ব্যাপারে খুব দ্রুতই একটা কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পারব। এবং এ বিভাগের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুতে আমাদের প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, আমি মনে করি এটি অনেক ভালো উদ্যোগ, এবং এখানে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। অত্যন্ত আনন্দের বিষয় যে, এই বিভাগ এত চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ আয়োজন। এই বিভাগ ইতোমধ্যে কো-কারিকুলার একটিভিটিজে অসংখ্য সাফল্য ও সার্টিফিকেট অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাসিবুল হাসান তুর্য, দ্বিতীয় হন জাহিদ হাসান রানা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রথম হন রায়ান ইস্তিয়াক এবং যৌথভাবে দ্বিতীয় হন মোহাম্মদ ইস্তিয়াক ও শারমিন জাহান সেতু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence