৭ কলেজ নিয়ে সাত করণীয় জানিয়ে ইউজিসিকে চিঠি ঢাবির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে রাজধানীর সরকারি ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পৃথক্করণ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত বহাল ও তা কার্যকর করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে— সে বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চিঠিতে মোট ৭টি করণীয় উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানিয়ে এই চিঠি দেন।
নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে বা নজরদারিতে সমন্বিত একটি কাঠামোর অধীনে চলবে রাজধানীর ৭ কলেজের শিক্ষা ও প্রশাসনিক কাজ।
চিঠিতে মোট সাতটি করণীয় বিষয়ে ইউজিসিকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ও ভর্তিসংক্রান্ত যাবতীয় কাজ ইউজিসি প্রস্তাবিত সাময়িক কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠিতে বলেছে, ৭ কলেজের আসন্ন শিক্ষাবর্ষে ভর্তিসংক্রান্ত যাবতীয় কাজ ইউজিসি প্রস্তাবিত সাময়িক কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইউজিসির চাহিদা অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় করা হবে এবং সেই প্রতিষ্ঠান থেকেই তাঁরা সনদ পাবেন। এ ক্ষেত্রে ভবিষ্যতে জটিলতা এড়াতে আগেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জানানো হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, ৭ কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার আগে যে সাময়িক কাঠামোতে এসব কলেজের কাজ চলবে, তাতে এ কাঠামোর প্রধান হিসেবে কাজ করবেন ৭ কলেজের যেকোনো একজন অধ্যক্ষ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিঠিতে ‘নজরদারি সংস্থার’ নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ইউজিসি প্রস্তাবিত কাঠামোতে ইউজিসির একজন সদস্যের নেতৃত্বে গঠিত কমিটিকে ‘নজরদারি সংস্থার’ পরিবর্তে ‘তত্ত্বাবধানকারী বা তত্ত্বাবধায়ক সংস্থা’ নামকরণ করা যেতে পারে।
৭ কলেজের চলমান শিক্ষাবর্ষগুলোর শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে। এ ক্ষেত্রে সাত কলেজের নিজ নিজ অধ্যক্ষের নিয়ন্ত্রণে ‘হেল্প ডেস্ক’ শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম-সংক্রান্ত সহায়তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, ৭ কলেজের শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে না এসেও তাদের পরীক্ষার ফরম পূরণ, সনদ উত্তোলন ও অন্যান্য কাজ সহজেই নিজ কলেজে সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষরা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে সাময়িক সমন্বিত কাঠামোর পরিচালকের দপ্তর সার্বিক তত্ত্বাবধান করতে পারেন বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া সাত কলেজসংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতন্ত্র হিসাব খোলা হবে, তাতেই চলমান শিক্ষাবর্ষের পরবর্তী আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে গত ২৪ এপ্রিল সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। এদিন সিন্ডিকেট সভায় অধিভুক্তি বাতিলের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ আজ বৃহস্পতিবার রাতে (১ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি ঢাবির একাডেমিক কাউন্সিলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়, এরপর ২৪ এপ্রিলের সিন্ডিকেটের সভায় তার চূড়ান্ত হয়। এরপর ইউজিসিকে চিঠি দিয়ে আমরা বিষয়টি অবগত করি। চিঠিতে ভর্তিসংক্রান্ত যাবতীয় কাজে আমরা সহায়তা করবো বলে আশ্বস্ত করেছি। তবে সরাসরি আর বিশ্ববিদ্যালয় এ কাজে থাকবে না বলেও চিঠিতে উল্লেখ করেছি।
২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।