ঢাবির রেজিস্টার ভবনের কার্যক্রম সংস্কারে শিক্ষার্থীদের ৮ দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্টার ভবনের কার্যক্রমে সংস্কার ও অনিয়ম বন্ধে ৮ দফা দাবি জানিয়ে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরিবর্তন ও আধুনিকায়ন কার্যক্রম চলমান থাকলেও রেজিস্টার ভবনের কার্যক্রম এখনো পুরাতন স্বৈরাচারী আমলের ত্রুটিপূর্ণ ধাঁচে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ এখনও অব্যাহত রয়েছে। সেখানে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং অতীতে শিক্ষার্থী-বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন, যা স্বাধীন ক্যাম্পাসের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়া শিক্ষার্থীরা এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আগামী তিন কার্যদিবস নির্ধারণ করে দেন। নির্দিষ্ট সময়ে মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে রেজিস্টার ভবনের কার্যক্রম সংস্কারের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।
আট দফা দাবিগুলো হলো-
*স্বাস্থ্য বীমা হয়রানি বন্ধ–নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য বীমার টাকা পরিশোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
*সেবা বন্ধের সংস্কৃতি বন্ধ–লাঞ্চ ও মিটিংয়ের অজুহাতে সেবা বন্ধ করা যাবে না; শিফটিং পদ্ধতি চালু করে সেবা চালু রাখতে হবে।
*কার্যক্রমের ডিজিটালায়ন–ফি প্রদান ও প্রশাসনিক সেবা অনলাইনভিত্তিক ও স্বয়ংক্রিয় করতে হবে।
*হয়রানি বন্ধ ও অভিযোগ ব্যবস্থাপনা চালু–ঘুরিয়ে হয়রানি বন্ধ ও কার্যকর অভিযোগ সেল গঠন করতে হবে; সিসিটিভি পর্যবেক্ষণ চালু করতে হবে।
*অবৈধ নিয়োগ তদন্ত ও ব্যবস্থা–অবৈধ নিয়োগ ও ছাত্র বিরোধী কর্মকাণ্ডে যুক্তদের অপসারণ এবং শিক্ষার্থীদের পার্ট-টাইম কাজে যুক্ত করতে হবে।
*ওয়েবসাইট হালনাগাদ ও কেন্দ্রীয় পোর্টাল চালু–একটি প্ল্যাটফর্ম থেকে সব সেবা নিশ্চিত করে দেরি ও হয়রানি বন্ধ করতে হবে।
*কর্মচারীদের আচরণ উন্নয়ন–প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে তাদের ব্যবহার ও তথ্যদানে দক্ষতা বাড়াতে হবে।
*সার্টিফিকেট উত্তোলন সহজ ও ফি হ্রাস–অতিরিক্ত ফি বাতিল, ই-মেইল ভেরিফিকেশনের দেরি বন্ধ ও সেবা বিনামূল্যে দিতে হবে।