রুয়া নির্বাচনের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান 

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১০ মে। তবে নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অ্যালামনাসগণ। এরই প্রতিবাদে ও যথাসময়ে যাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীস্থ রুয়া-এর আজীবন সদস্যগণ।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় উপাচার্য কনফারেন্স রুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে তারা লিখেছেন, আমরা বাংলাদেশের ২য় পুরাতন ও ৩য় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশীদার হয়ে বিশ্ববিদ্যালয়ের মানকে আরো উন্নত করার লক্ষ্যে, সকল ছাত্র-ছাত্রীর সম্মিলিত প্রচেষ্টায় একটি অরাজনৈতিক প্ল্যাটফরম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। সাম্প্রতিক রুয়া-এর নির্বাচন ঘিরে প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক সাবেক ছাত্র-ছাত্রীরা আজীবন সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করে। 

তারা উল্লেখ করেছেন, আগামী ১০ মে নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে অনেক সদস্য তাদের অফিস থেকে ছুটি নিয়েছে, রাজশাহীতে হোটেল বুকিং করেছে এবং যাওয়া আসার জন্য বাস, ট্রেন ও বিমানসহ অন্যান্য পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি কুচক্রিমহল আগামী ১০ মে অনুষ্ঠাতব্য রুয়া-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। 

আমরা রুয়া-এর রাজশাহীস্থ আজীবন সদস্যরা বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হয়ে যাওয়ার পর যুক্তিসংগত কোনো কারণ ছাড়া কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা জাতীয় কোনো ইস্যু ছাড়া বন্ধ করা সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা রুয়া-এর নির্বাচন বন্ধ করার চক্রান্ত ও ষড়যন্ত্রে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ প্রেক্ষাপটে আমরা রাজশাহীস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও রুয়া-এর আজীবন সদস্যরা আপনার নিকট দাবি জানাচ্ছি, আগামী ১০ মে অনুষ্ঠাতব্য রুয়া-এর নির্বাচন কোনোভাবেই বাতিল বা স্থগিত করার সুযোগ নেই। রুয়া-এর নির্বাচন ঘিরে প্রাক্তন ও জীবন সদস্যদের মধ্যে যে আবেগ, উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা অকল্পনীয়। সারাদেশ থেকে আজীবন সদস্যরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করেছে। 

স্মারকলিপিতে তারা কয়েকটি দাবির কথা জানিয়েছেন, সেগুলো হলো—পূর্ব নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, রাজশাহীর বাইরে থেকে এসে যারা বিভিন্ন হোটেলে অবস্থান করবে এবং শহরের বিভিন্ন প্রান্তে অবস্থানরত রুয়া-এর সদস্যদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে, রাজশাহীর বাইরে থেকে আগতদের নিরাপত্তার বিষয়টি মনিটরিং ও নিশ্চিত করতে হবে।

এ সময় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও আজীবন সদস্য ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘একটি কুচক্রিমহল চক্রান্ত করে এই নির্বাচনকে বাতিল করতে চাচ্ছে। তাদের এই চক্রান্তকে ভেঙ্গে দেওয়ার জন্যই ১০ তারিখে যথাসময়ে নির্বাচন হতে হবে। কোনোভাবেই নির্বাচন স্থগিত করা যাবে না। আহ্বায়ক মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে, এই নির্বাচন বিষয়ে তারা একমত আছে এবং সক্রিয় আছেন। আগামীকাল কমিটির মিটিং হবে, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি ‘

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence