ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু

১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
ঢাবিতে তিনদিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট’ শুরু

ঢাবিতে তিনদিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট’ শুরু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘ইকনোমিকস স্টাডি সেন্টার’-এর উদ্যোগে তিনদিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সামিটের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সামিট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এবারের সামিট-এর প্রতিপাদ্য হচ্ছে ‘সংস্কারের ক্রান্তিকালে বাংলাদেশ: দীর্ঘস্থায়ী সংস্কারের রোডম্যাপ।’ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক প্রবৃদ্ধি সেন্টার (আইজিসি)-এর সহযোগিতায় এ ইকনোমিকস সামিট আয়োজন করা হয়েছে।

ইকনোমিকস স্টাডি সেন্টারের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমীন এবং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. সেলিম রায়হান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক জারিন তাসনীম রাইসা স্বাগত বক্তব্য দেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সামিটের সফলতা কামনা করে বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের অনেক দায় আছে। জ্ঞানের উৎপাদন, প্রচার ও প্রসারই আমাদের মৌলিক কাজ। এই কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষা ও গবেষণায় যত বেশি নিজেদের উন্মোচিত করতে পারবো, আমরা তত বেশি সফল হবো। এক্ষেত্রে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে সম্মিলিত গবেষণা কার্যক্রম পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন। 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের অনেক শিক্ষক ও গবেষক আমাদের রয়েছেন। তাঁদের কাজগুলো দেশ-বিদেশে সকলের সামনে তুলে ধরতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে মাল্টিডিসিপ্লিনারি গবেষণা কার্যক্রম পরিচালনা, তত্ত্বের সঙ্গে বাস্তব প্রয়োগের সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কিছু মৌলিক বিষয়ে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইকনোমিকস স্টাডি সেন্টার প্রকাশিত ‘সেটেরিস প্যারিবাস’ এবং ‘বাংলাদেশ স্টুডেন্ট অন ইকোনমিকস এন্ড ডেভেলপমেন্ট (বিএসডিইডি)’ শীর্ষক দু’টি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। তিনদিনব্যাপী এ সামিটের বিভিন্ন পর্বে পাবলিক লেকচার, ইকনোমিকস অলিম্পিয়াড, ডাটা ভিজ্যুয়ালাইজেশন, অর্থনীতি বিষয়ক পাঠচক্র, পলিসি ডিবেট এবং সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ৪টি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। সামিটের বিভিন্ন পর্বে বিশিষ্ট গবেষক এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

পাবনার কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9