ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক চাকরিচ্যুত

রিফাত দারিনা কামাল ও শান্তনু দেব বর্মণ
রিফাত দারিনা কামাল ও শান্তনু দেব বর্মণ  © সংগৃহীত

অনুমোদিত ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল। আজ বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

শান্তনু দেব বর্মণ বিদেশি বৃত্তিতে কানাডায় পিএইচডি ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নেন। ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারি। অন্যদিকে, রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটিনিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। ছুটির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই। 

জানা যায়, ছুটি শেষ হওয়ার পর দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা চিঠির জবাব দেননি। পরে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও তারা কোনো জবাব দেননি।

এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, দুই শিক্ষককের ছুটির মেয়াদ শেষ হলে তাদের চিঠি পাঠানো হয়। কিন্তু কোন সাড়া মেলেনি। বিভাগের ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই সিন্ডিকেট সভায় সবার সম্মতিক্রমে তাদের চাকরিচ্যুত করা হয়


সর্বশেষ সংবাদ