ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ দিনের ঈদের ছুটি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM

স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। আজ বুধবার (২৬ মার্চ) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত। এরপর ৬ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসসহ ক্লাস-পরীক্ষা নিয়মিত চালু হবে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) ছিল ঈদের ছুটির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ কর্ম দিবস। এর আগে গত ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শুরু হয় ক্লাস কার্যক্রম, যা চলে ২০ মার্চ পর্যন্ত। তবে ঈদের ছুটি কাটিয়ে ৬ এপ্রিল থেকে আবারো সেই পুরোনো ক্লাস শিডিউলে ফিরবেন শিক্ষার্থীরা।
জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আজ বুধবার (২৬ মার্চ) থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমু’আ-তুল-বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতরের ছুটি রয়েছে। তবে আগামী ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পরদিন ৬ এপ্রিল (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের অফিসসহ ক্লাস-পরীক্ষা নিয়মিত চালু হবে।