হঠাৎ জাহাঙ্গীরনগরে শিবিরের সাবেক নেতা জুনায়েদ, নতুন প্ল্যাটফর্মের আলোচনা

আলী আহসান জুনায়েদ
আলী আহসান জুনায়েদ  © ফাইল ফটো

জুলাই গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গিয়ে মতবিনিময় করেছেন। আজ শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একদল শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

নতুন প্ল্যাটফর্মের আদর্শ, উৎস এবং নেতৃত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয় বলে জানা গেছে। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নতুন প্ল্যাটফর্মের অবস্থান কেমন হবে, এসব বিষয়েও আলোচনা হয়। জুনায়েদ জানান, সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্ল্যাটফর্ম।

আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অভূতপূর্ব। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সে অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠী স্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।’

এদিকে, এ মতবিনিময়সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে তার অবদানের স্বীকৃতি দেওয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফরম জরুরি। তারই অংশ হিসেবে আজকে জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি, এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফরম বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence