আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

২১ মার্চ ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
 জাবিতে বিক্ষোভ মিছিল

জাবিতে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সাভার প্রতিনিধি এবং সিটি ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। 

মিছিলে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘হৈ হৈ রৈ রৈ, হাসিনা গেলি কই’; ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘খুনি লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন। 

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্যে বুঝা যায় অন্তর্বতীকালীন সরকার জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না। দেশের স্বার্থে আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যায়িত করে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘জেনারেল ওয়াকারকে বলতে চাই, হাসিনার গড়ে ওঠা মসনদ আমরা ৩৬ দিনে ভেঙে দিয়েছি। আপনি ওয়াকার যদি আবার তাদের ফেরানোর চেষ্টা করেন তাহলে আপনাকেও দেশ থেকে বিতাড়িত করতে এক মুহূর্ত দেরি হবে না।’ 

মিছিলে অংশ নিয়ে জাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ আমাদের চরম দুঃখের দিন। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। অথচ ৫ই আগস্ট জনগণ আওয়ামী লীগের ব্যাপারে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা।’ 

সমাবেশে অংশ নেয়া এনসিপির সাভার প্রতিনিধি জুলকারনাইন বলেন, ‘প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে জেনারেল ওয়াকারের আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। তাদের বলতে চাই, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬