ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

১৯ মার্চ ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
রাবিতে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

রাবিতে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ © সংগৃহীত

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে যোহা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন। পরে সেখানে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভকারীরা ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটকে কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক আলিফ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সাংগঠক তারেক আশরাফ এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আজাদ রহমান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “কিছুদিন আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল যেভাবে হামাস ও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে, তা বিশ্ব মানবতার জন্য উদ্বেগজনক।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আজাদ রহমান বলেন, “ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। এই দমননীতি শুধু ফিলিস্তিনিদের জীবনকেই বিপন্ন করছে না, বিশ্বব্যাপী ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা এই দমন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্যাগ: রাবি
এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬