জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ লাল সবুজ উন্নয়ন সংঘের

১৯ মার্চ ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
জাবিতে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

জাবিতে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ © টিডিসি ফটো

টিফিনের টাকা বাঁচিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন। বুধবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে এ কর্মসূচি পালন করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৪ বছর ধরে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তারা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আশেপাশের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে তাদের সদস্যদের জমানো টাকা দিয়ে ঈদবস্ত্র বিতরণ করেছেন। এ সময় সংগঠনের নেতাকর্মীরা জানান আসন্ন ঈদ আনন্দ পথ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন। 

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মুসলমানদের দুটি বড় উৎসবের মধ্যে পবিত্র ঈদুল ফিতর অন্যতম। এই উৎসব সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এ সময় লাল সবুজ সংঘের ঈদবস্ত্র বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে তাদের কল্যাণমুখী সকল কাজে পাশে থাকার কথা বলেন তিনি।

উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে লাল-সবুজ উন্নয়ন সংঘের এই স্বেচ্ছাসেবা অত্যন্ত গর্বের ও আনন্দের। তাদের মহৎ উদ্যোগে ছিন্নমূল শিশুদের মুখে ঈদের হাসি ফুটছে। দেশ ও দশের কল্যাণে তাদের এই ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।’

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, ‘এই সংগঠনের সদস্য গত ১৪ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন। সংগঠনের সদস্যরা সবাই বিভিন্নভাবে শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পাঠদান, শিক্ষা উপকরণসহ ঈদ বস্ত্র শীতের কাপড় উপহার দিয়ে থাকেন।’ 

সংগঠনটির ঢাকা জেলা সভাপতি ও জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘ একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের কাজের পরিধি শুধু সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেই সীমাবদ্ধ নয়। আমরা বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজেও করে থাকি, যেমন ইভটিজিং ও মাদক প্রতিরোধে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রচারণা। এছাড়া শিক্ষাসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও আমাদের কাজের অংশ।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের এই আয়োজন শুধু ইদ বস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এর মাধ্যমে সুবিধা বঞ্চিতদের মাঝে আশা ও বিত্তবানদের মধ্যে সহমর্মিতা জাগাতে চাই।’ 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও লাল সবুজ উন্নয়ন সংঘের অন্যান্য সদস্যরা। 

 

এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬