শুক্রবার জুমার পর অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা

অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক
অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক  © সংগৃহীত

গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক।  

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টা ১৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  তবে রাত পৌনে ১১টায় তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার নামাজ-ই -জানাজা অনুষ্ঠিত হবে।  জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পাদন করা হবে।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। 

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।  প্রথম মেয়াদের সাড়ে চার বছর পর উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের সিনেট।  নির্বাচনের পর ২০১৩ সালের ২৫ অগাস্ট প্যানেলে থাকা তিনজনের মধ্যে আরেফিন সিদ্দিককে সরকার দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্বে বসায়।

উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক।  ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যান। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

আরেফিন সিদ্দিক ১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন।  ১৯৬৯ সালে এসএসসি এবং ১৯৭১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। ১৯৭৩ সালে বিএ এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ সম্পন্ন করেন আরেফিন সিদ্দিক।১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন আরেফিন সিদ্দিক। তার আগে ছিলেন বুয়েটের জনসংযোগ কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা আরেফিন সিদ্দিক দুই মেয়াদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

সবশেষ বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউটের সদস্যও ছিলেন আরেফিন সিদ্দিক।  শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচারবিষয়ক বেশ কিছু জাতীয় কমিটিতেও দেখা যায় তাকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence