সন্ধ্যায় ঢাবিতে গায়েবানা জানাজা, কফিন মিছিল

মাগুরার আট বছর বয়সী মেয়েটি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ
মাগুরার আট বছর বয়সী মেয়েটি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ  © সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়সী মেয়েটির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

পরে ক্যাম্পাসে একটি কফিন মিছিলও বের করা হবে। ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে জানা গেছে।

মাগুরার আট বছর বয়সী মেয়েটি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে বলে জানায় আয়োজকরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।


সর্বশেষ সংবাদ