ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের বাঁচার আশা ক্ষীণ!

১০ মার্চ ২০২৫, ০৪:৩৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
অধ্যাপক আরেফিন সিদ্দিক

অধ্যাপক আরেফিন সিদ্দিক © ফাইল ফটো

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের যেসব উপসর্গ দেখা যায়, সবগুলোই তার ক্ষেত্রে পাওয়া গেছে। এতে তার জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা। রবিবার (৯ মার্চ) রাতে কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. আরেফিন সিদ্দিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য গণমাধ্যমকে বলেন, হয়তো শিগগিরই অফিসিয়ালি তাকে ব্রেন ডেথ হিসেবে ঘোষণা করা হতে পারে। এখন পুরোটা নির্ভর করছে পরিবারের ওপর। লাইফ সাপোর্ট কমিয়ে নিলে হয়তো ৫ সেকেন্ডেই তার সবকিছু থেমে যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার মস্তিষ্ক কাজ করছে না বিধায় অস্ত্রোপচারও সম্ভব হচ্ছে না। তার হৃদপিন্ডের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে।

গত বৃহস্পতিবার রমনার ঢাকা ক্লাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

সুন্দরগঞ্জে গরিব-দুঃখীদের মাছ গেল কর্মকর্তাদের ঝুলিতে
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া নিরবের বাড়িতে ছুটে গেলেন বি…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগদানের দিন থেকেই বেতন পেতে যাচ্ছেন কারিগরি শিক্ষকরা
  • ০১ জানুয়ারি ২০২৬
আড়ং নিয়োগ দেবে ক্যাশিয়ার, কর্মস্থল চট্টগ্রাম
  • ০১ জানুয়ারি ২০২৬
শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
পবিত্র কোরআন হাতে শপথ নেবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জো…
  • ০১ জানুয়ারি ২০২৬