ঢাবির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে  © সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্টের (আরসিওয়াই) যৌথ উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা-বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়েছে। 

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়থ অ্যান্ড ভলান্টিয়ার শাখার পরিচালক ইমাম জাফর সিকদার ও উপপরিচালক মুনতাসীর মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জেতার জন্য প্রার্থীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা কতটা প্রভাব ফেলবে?

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মানবিক মূল্যবোধ ধারণ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানবসেবায় নিয়োজিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবসেবায় শিক্ষার্থীদের অনন্য নজির স্থাপন করতে হবে। মানবকল্যাণ ও মানবসেবার মাধ্যমেই সমাজের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ও সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়ে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচতে সহায়তা করছে। রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একইভাবে মানবতার কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় দুটি সেশনে প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, শ্বাস-প্রশ্বাসে বাধা, ফুসফুস ও হৃৎপিন্ডের পুনঃসঞ্চালন প্রক্রিয়া, শক ও তার প্রতিকার, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, ক্ষত ও ক্ষতের ব্যবস্থাপনা, বিষক্রিয়া ও কামড়, ফিট, মূর্ছা যাওয়া ও জ্ঞান হারানো, হাড় ভাঙা ও অনড়করণ, পোড়া ও তার ব্যবস্থাপনা, আহত ও অসুস্থ ব্যক্তি পরিবহন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence