রাবির আইবিএসের সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে তদন্ত কমিটি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
 ড. স্বরোচিষ সরকার

ড. স্বরোচিষ সরকার © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং সদস্য হিসেবে প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর মোহাম্মদ জামিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বাংলা একাডেমির ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ প্রকল্পে সহযোগী সম্পাদক (পরামর্শক) পদে অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। ২০১১ সালে অনুষ্ঠিত রাবির ৩৬৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা একাডেমিতে যোগ দিতে হলে তাঁকে অর্জিত ছুটি নিতে হতো। তবে তিনি নিয়ম লঙ্ঘন করে একই সময়ে তিন জায়গা থেকে বেতন-ভাতা গ্রহণ করেন, যা বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের পরিপন্থি।

তদন্ত কমিটির অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের ব্যস্ততার কারণে এখনও তদন্তের কার্যক্রম শুরু করতে পারিনি। তবে আগামী সপ্তাহে আমরা তদন্ত কমিটির কার্যক্রম শুরু করবো।’

এ বিষয়ে আইবিএসের বর্তমান পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা আইবিএস কর্তৃক তদন্ত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবো।’

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage
-->