এবার রাবিতে মুছে ফেলা হলো শেখ পরিবারের সদস্যদের নাম

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বরের বাড়ির মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও চলছে ভাঙচুর। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা থেকে শেখ পরিবারের সদস্যদের নাম মুছে ফেলছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এরপর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম মুছে ফেলে নামফলকে ‘বিজয়-২৪’  লিখে দেন তারা।

এরপর একে একে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামারুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। এছাড়াও রাবি ক্যাম্পাসজুড়ে শেখ পরিবারের নামে থাকা নানান ধরনের গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরো পড়ুন: সারজিস আলম আহত

শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমা আল ফাহরিয়া’, কামরুজ্জামান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ আলি রায়হান’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘নবাব ফয়জুন নেসা চৌধুরানী’ হল, শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ ‘শহীদ রিয়া গোপ’ নামকরণ করা হয়।

শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার নামফলক ভাঙার সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘খুনি হাসিনা মনে করেছে, আমরা সব ভুলে গেছি। খুনি হাসিনার হাতে হাজারো ছাত্রের রক্তের দাগ লেগে আছে। খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। আমরা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদচিহ্ন মুছে দেব। এ বিশ্ববিদ্যালয় থেকে তাদের শেকড় মুছে দিতেই আমাদের আজকের এই কর্মসূচি।আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশের বাইরে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দেশে এনে ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা।’

তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গাইবেন না অরিজিৎ সিং
  • ২৮ জানুয়ারি ২০২৬
আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬