চবির শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গেলে শিক্ষার্থীদের ধাওয়া ছাত্রীদের

ভিডিও  বন্ধ করার আগ মুহূর্তের স্টিল ছবি
ভিডিও বন্ধ করার আগ মুহূর্তের স্টিল ছবি  © ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে যাওয়া শিক্ষার্থীদের ধাওয়া করার অভিযোগ উঠেছে হলের ছাত্রীদের বিরুদ্ধে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

এসময় ছাত্রীরা সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে মারধর করেন। এছাড়া অন্য এক সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নেন বলে জানা যায়।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহারের ভিডিওতে দেখা যায়, ভিডিও করা অবস্থায় একজনের হাত থেকে টান দিয়ে ফোন নিয়ে যাওয়া হয়। অন্য এক ভিডিওতে দেখা হলে মেয়েদের সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।

এদিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা শুরু করা হয়। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি-৩২ নম্বরে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’—এমন নানা স্লোগানে এলাকাকে মুখরিত করে তোলেন। তারা দাবি করেন, ‘আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।’এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুর চলছিল।


সর্বশেষ সংবাদ