চবি অধ্যাপক এস. এম. সালামত উল্যা ভূঁইয়া আর নেই

প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া
প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়ার (৬৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

অধ্যাপক এস. এম. সালামত উল্যা ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।  

এক শোকবার্তায় চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বলেন, প্রফেসর এস. এম. সালামত উল্যা ভূঁইয়া একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

অধ্যাপক সালামত উল্যা ভূঁইয়ার প্রথম জানাজা আজ বাদ জোহর চট্টগ্রাম শহরের গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে, বাদ আসর। জানাজার পর তাঁকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯১ সালে স্ট্র্যাথক্লাইড বিজনেস স্কুল ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড, গ্লাসগো, যুক্তরাজ্য থেকে এমবিএ (আন্তর্জাতিক ব্যবসা) লাভ করেন। 

তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্বসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ