জাবিতে একজনের রহস্যজনক মৃত্যু: যা জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ওই হলের পাশ থেকে তাঁকে উদ্ধার করেন হলের কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘স্পটে (ঘটনাস্থলে) দুবার গিয়ে ও কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো, হলের ছাদের চিলেকোঠার অংশের কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে হয়তো সে পড়ে গেছে। কারণ আমরা কার্নিশের ইট ভাঙা পেয়েছি।’ এখন মরদেহ পুলিশ হেফাজতে আছে, আমরা পুলিশের রিপোর্টের অপেক্ষায় আছি। এছাড়া এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করবো।
নিহতের নাম প্রীতম রায় (২৩)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন।
মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা জানান, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজে হলে আসেন। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে প্রীতমের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁকে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় পরে থাকতে দেখা যায়।