ঢাবির আইন বিভাগে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন শিক্ষার্থীরা

ঢাবির আইন বিভাগে ভেঙে ফেলা ম্যুরাল
ঢাবির আইন বিভাগে ভেঙে ফেলা ম্যুরাল  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে স্থাপন করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ম্যুরালটি ভেঙে ফেলেন তারা।

এর আগে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে এটি ভেঙে ফেলা হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভাগের সামনের দেয়ালে স্থাপন করা ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। নিচে সেগুলোর টুকরো পড়ে আছে। 

রবিবার রাতে ফেসবুক পোস্টে এক শিক্ষার্থী বলেন, ‘গত সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেখ মুজিবের ম্যুরালটি আমরা কালো কালি দিয়ে রঙ করে দেই। কিন্তু শনিবার দিবাগত রাতে কে বা কারা যেন এটা মুছে দিয়ে যায়। এটার পরিপ্রেক্ষিতে আমরা আইনের বিভাগের শিক্ষার্থীরা ম্যুরালটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিই।’

আরো পড়ুন: আবু বকর হত্যার ন্যায়বিচার চেয়ে ফের আদালতে ঢাবি, আইনজীবী শিশির মনির

তিনি ফেসবুক পোস্টে আরও বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়ার পর আওয়ামী সমর্থকরা আমাকে আর আমার পরিবারকে নানা হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আমি চেয়েছিলাম শুধু আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়েই ম্যুরালটি ভাঙা হবে।’

তাদের থ্রেটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে ম্যুরালটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বলা হয়, ‘সবাইকে নিয়ে সোমবার দুপুর ১২ টায় আইন বিভাগে চলে আসবেন।’ 


সর্বশেষ সংবাদ