ঢাবি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী  © সংগৃহীত

ঢাকা ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, নবীন শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগণ সহায়ক ভূমিকা পালন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক অ্যালামনাই সহযোগিতা করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে বিশেষ এন্ডাওমেন্ট ফান্ড গঠনসহ শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক ড. জিয়া উদ্দিন আহমেদ ও মেজবাহ উদ্দিন আলীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, ২০২২ সালের এম এস পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ অর্জন করায় মো. তানবীর হাছান শিশিরকে ড. মো. আতহার উদ্দিন স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence