ঢাবির বঙ্গবন্ধু ইন্সটিটিউটে ‌‌‌‘টুকটাক’ কাজ চলছে, বঙ্গমাতা সেন্টারে কার্যক্রম নেই

১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এক এক করে বেরিয়ে আসছে শেখ পরিবারের সদস্যদের নৃশংসতা, দুর্নীতি ও স্বৈরাচারী কার্যক্রমের ইতিহাস। গত ১৬ বছর সে ইতিহাস অনেকটাই লুকিয়ে রাখা হয়েছিল তরুণ প্রজন্মের কাছ থেকে। শেখ মুজিব এবং শেখ হাসিনার ইতিবাচক দিক নিয়ে ন্যারেটিভ তৈরির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল তাদের নামে বিভিন্ন ইন্সটিটিউট ও রিসার্চ সেন্টার। 

সেরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইন্সটিটিউট ফর পিস এন্ড লিবার্টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। তবে ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইন্সটিটিউট ফর পিস এন্ড লিবার্টিতে ‘টুকটাক’ কার্যক্রম চললেও স্তিমিত হয়ে পড়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ।

বঙ্গমাতা সেন্টারে এখন কোনো পরিচালক নেই। ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই পদটি খালি রয়েছে। এই সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আরশা শামিমি হকও আছেন মাতৃত্বকালীন ছুটিতে। 

শেখ মুজিব রিসার্চ ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার বিজয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগের মতো তেমন কাজ নেই। তবে একেবারে বন্ধও নেই। টুকটাক কাজ চলছে।

অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর মাসে দায়িত্ব শেষ হওয়া বঙ্গমাতা সেন্টারের পরিচালক ও উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, আমার দায়িত্ব শেষ হওয়ার পর নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি এখনও।

পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম চলমান থাকবে কিনা জানতে চাইলে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, আমি যতদূর জানি, বঙ্গমাতা সেন্টারের পরিচালকের টেনিউর শেষ হয়েছে। পরে নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে। তবে সার্বিকভাবে এই ব্যাপারে আমাদের সেভাবে আলোচনা হয়নি। আলোচনা যদি কিছু হয়, এবং কোন পরিবর্তন বা পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হলে আপনাদের জানানো হবে। দুয়েকটা সেন্টারে পরিচালক নিয়োগের জন্য আমরা সার্চ কমিটি গঠন করেছিলাম। কিন্তু এই সেন্টারগুলোর ব্যাপারে যদি আমাদের কোনো নীতি নির্ধারণ থাকে কিংবা নিয়োগের ব্যাপারে পরিকল্পনা থাকে, তবে আপনাদেরকে জানাবো।

শাকসু স্থগিত, যা বললেন রিটকারীদের আইনজীবী
  • ১৯ জানুয়ারি ২০২৬
তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?
  • ১৯ জানুয়ারি ২০২৬
আসিফ মাহমুদের বিচার হবে বাংলার মাটিতে : নাছির
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘সার্কের ভাবনাই প্রমাণ করে, জিয়া একজন বিশ্ব নেতা’
  • ১৯ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9