ঢাবিতে বিক্ষোভ থেকে ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ

ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে সিন্ডিকেট সভায় আওয়ামীপন্থী তিন সদস্যের নিমন্ত্রণ ও সিন্ডিকেটে ডাকসু নিয়ে কোন সিদ্ধান্ত না নেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সাথে ছাত্রদলের হট্টগোলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে সূর্যসেন হল ও মুহসিন হল হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়। এখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় তারা এক দুই তিন চার- ডাকসু আমার অধিকার, টেম্পু না ডাকসু-ডাকসু ডাকসু, কবরস্থান না ডাকসু-ডাকসু ডাকসু, চাঁদাবাজ না ডাকসু-ডাকসু ডাকসু, সন্ত্রাস না ডাকসু-ডাকসু ডাকসু, গেস্ট রুম না ডাকসু-ডাকসু ডাকসু, গণরুম না ডাকসু-ডাকসু ডাকসু, চাঁদাবাজের ঠিকানা-এই ক্যাম্পাসে হবে না প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ছাত্রলীগের আমলে পাতানো নির্বাচনের পরেও শিক্ষার্থীরা গণরুম-গেস্টরুম থেকে সাময়িক স্বস্তি পেয়েছিল। শিক্ষার্থীরা সাময়িকভাবে হলেও গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আমরা যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছি তখন অন্য একদল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে আবার সেই গণরুম-গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য। 

তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা মুসলিম লীগের ছাত্র সংগঠন এনএসএফকে বিদায় করেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে, যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় তাহলে এই ক্যাম্পাসে তাদেরও কবর রচিত হবে।

সমন্বয়ক মাহিন সরকার বলেন, উপাচার্য স্যার শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাকে অপমান করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অপমান করেছে। বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কথা বলা শুরু করেছে।

তিনি বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে উপাচার্য স্যারকে মেরুদন্ড সোজা রেখে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার সময়সীমা মাত্র ৭২ ঘণ্টা। যদি ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে আমরা যাব।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9