রাবির প্রশাসনিক ভবনে তালা দেয়ার হুমকি সমন্বয়কের

০১ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। আজ বুধবার (১ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক লিখিত বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি থেকে। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম আগামীকাল ২ জানুয়ারি পর্যন্ত। তার পরিপ্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা তাদের ১% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আল্টিমেটামের ওপরেই অনড় আছি।

তিনি আরও বলেন, প্রশাসনের কাছে এখনো ১৫ ঘণ্টা সময় আছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার। আগামীকাল ২ জানুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের আগে প্রশাসন পোষ্য কোটা বাতিলসহ ৩টি দাবি আদায়ে সহযোগিতা না করলে ৯টা ৫১ থেকে ১০টা পর্যন্ত সময় দেওয়া হবে প্রশাসনিক ভবন ত্যাগ করার জন্য। তারপর অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে ভালা দেওয়া হবে। সাথে সাথে সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকল ক্লাস বন্ধ করে আগামীকাল সংস্কার কাজে অংশগ্রহণ করবেন।

তিনি বক্তব্যে আরও বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। যে বিপ্লবের মেইন ম্যান্ডেট ছিল কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু বিপ্লব পরবর্তী কোটার যৌক্তিক সংস্কারতো হয়নি, বরং একটি অযৌক্তিক, অবৈধ কোটা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বিগত ১ মাস যাবত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে।

আন্দোলন দমাতে সাময়িক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের আন্দোলনকে সাময়িকভাবে বন্ধ করার জন্য প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমাদের দাবি ছিল আজীবনের জন্য এই কোটা বাতিল করা। কিন্তু তারা তা করেনি।

তিনটি দাবি হলো, পোষ্য কোটা আজীবনের জন্য বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসন থেকে মামলা দিতে হবে এবং  বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কেন চিহ্নিত দুই ফ্যাসিস্ট শিক্ষকদের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো তার ব্যাখ্যা জনসম্মুখে এসে দিতে হবে রেজিস্ট্রারকে।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে, আজ দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ১ শতাংশ কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে  প্রশাসন। কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন তারা।

জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
 ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানকে সমবেদনা জানালেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের ভেন্যু নিয়ে বিপাকে বিসিবি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষ হলো বেগম জিয়ার জানাজা, রাজধানীতে জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫