ভিসি বাসভবনের সামনে ঢাবির দুই হলের মেয়েদের উচ্চশব্দে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনার ফলে প্রতিনিয়তই ভোগান্তি ও ব্যাপকভাবে শব্দ দূষণের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির দুটি ছাত্রী হলের ৪ হাজারের মতো শিক্ষার্থীকে। ক্যাম্পাসের এমন শব্দ দূষণ রোধে অভিনব প্রতিবাদ করেছেন তারা।

এরই অংশ হিসেবে আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে প্রতিবাদ করছেন তারা। এসময় সাউন্ডবক্সে বিভিন্ন ধরনের গান বাজতে শোনা গেছে।

দুই হলের মেয়েদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো জনাকীর্ণ এলাকায় তাদের হল দুটি অবস্থিত। এর ফলে টিএসসি অডিটোরিয়াম, রাজু ভাস্কর্য, সড়কদ্বীপসহ বিভিন্ন জায়গার হওয়া কনসার্ট, বিভিন্ন অনুষ্ঠানের উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো বিরক্ত তারা। তাই অভিনব প্রতিবাদ শুরু করেছেন তারা।

তারা জানান, উপাচার্য স্বয়ং এসে ক্যাম্পাসে শব্দ দূষণ বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। তিনি এই প্রতিশ্রুতি না দেওয়া অবধি চলবে তাদের এই অভিনব প্রতিবাদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিটি সাংস্কৃতিক চর্চার একটি জায়গা। যেখানে বিভিন্ন দিবস কিংবা সংগঠনের নিয়মিত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও কনসার্ট থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অ্যালামনাইয়ের অনুষ্ঠান এ টিএসসি প্রাঙ্গণে হয়ে থাকে।

তবে এসব অনুষ্ঠান যেন বিষফোড়া হয়ে আছে পাশেই অবস্থিত বিশ্ববিদ্যালয়টির শামসুন নাহার হল এবং রোকেয়া হলের শিক্ষার্থীদের জন্য। কারণ এসব প্রোগ্রামে উচ্চস্বরে বাজানো গানগুলোর ফলে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কার্যক্রম এবং পড়াশোনায়। বিশেষ করে রাতের বেলায় তাদের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence