ঢাবিতে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, ক্ষমা চেয়েছেন ওই শিক্ষার্থী

২০ নভেম্বর ২০২৪, ০৬:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের সামনে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দিয়ে চোখ-মুখ ঢেকে দেয় সাদিকা সাখাওয়াত নামে ওই হলেরই এক আবাসিক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এর পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ শুরু হয় সমালোচনা। 

গ্রাফিতিতে কালো রং দিয়ে চোখ-মুখ ঢেকে দেওয়ার বিষয়ে সাদিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, তার রুম থেকে এ গ্রাফিতি দেখা যেত যা দেখতে তার বিরক্ত লাগতো। তবে পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা।

হলটির প্রাধ্যক্ষ গণমাধ্যমকে বলেন, আমরা ওই শিক্ষার্থীকে ডেকেছিলাম। একজন সাইকোলজিস্টও সঙ্গে ছিলেন। আমরা মেয়েটার সঙ্গে কথা বলে কিছু অসংলগ্ন কথাবার্তা পেয়েছি। কথা বলার পর মেয়েটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না বলে আশ্বস্ত করেছেন। গ্রাফিতিটিকে তিনি আগের মতো আবার ঠিক করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!