জাবিতে রিকশা চলাচল বন্ধ ঘোষণা, চালু হচ্ছে শাটল বাস

২০ নভেম্বর ২০২৪, ০৫:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাবিতে রিকশা চলাচলের দৃশ্য

জাবিতে রিকশা চলাচলের দৃশ্য © ফাইল ফটো

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শাটল বাস চালু করার কথা জানিয়েছে জাবি প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। একইসাথে আগামীকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন সড়কে শাটল বাস চলবে। এছাড়াও আমরা আধুনিক পরিবহনসেবা চালুর কথাও ভাবতেছি। এ বিষয়ে আলোচনা করে কমিটি গঠন করা হবে।

এছাড়াও ক্যাম্পাসে শাটল বাস চালু নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে।

পরিবহণ অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত আগামীকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে শাটল বাস চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা পরপর রুটসমূহে দুটি করে বাস চলবে।  তবে ১১টার রুটে একটি করে এবং ১২টায় দুটি করে বাস চলবে। 

পরবর্তীতে আবার দুপুর আড়াইটা থেকে প্রতি এক ঘণ্টা পর রাত সাড়ে ৯টা পর্যন্ত রুটসমূহে একটি করে শাটল বাস চলাচল করবে শুধু সাড়ে চার রুটে দুটি বাস চলবে। তবে দুপুর ১টা  থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি থাকবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্নে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া গতির ধাক্কায় জাবির প্রথম বর্ষের মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9