রাবি প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করলেন সহযোগী অধ্যাপক রায়সুল

মো. রায়সুল ইসলাম
মো. রায়সুল ইসলাম  © সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলাম। 

বুধবার (৭ আগস্ট) সংগঠনটির কনভেনার বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে পদ বাতিলের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। 

ওই চিঠিতে তিনি লিখেছেন, আমি মো. রায়সুল ইসলাম, সহযোগী অধ্যাপক, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার সদস্যপদ বাতিলের অনুরোধ জানাতে আনুষ্ঠানিকভাবে আপনাকে এই পত্র লিখছি।

কনভেনারকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনি নিশ্চয় অবগত আছেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথরিটি নির্বাচন ২০২৩-এ আমি আইন অনুষদের অধিকর্তা ক্যাটাগরিতে স্বতন্ত্র নির্বাচন করি। সে সময় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বিভিন্ন ইস্যুতে আমার মত-পার্থক্য সুস্পষ্ট হয়। সাম্প্রতিক কোটা আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ভূমিকা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপসহ অনুচিত হয়রানির সময় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকাতে আমি ব্যাক্তিগতভাবে ক্ষুব্ধ এবং আশাহত।

এমতাবস্থায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হতে আমার সদস্যপদ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বাতিলের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। কাজেই, অদ্য ৭ আগস্ট হতে আমার সদস্যপদ অফিসিয়ালি এবং কার্যকরভাবে বাতিলের নিমিত্ত আপনার তাতক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence