ঢাবিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত দ্যা ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক শিহাব

আহত শিহাব উদ্দিন
আহত শিহাব উদ্দিন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাব উদ্দিন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সঙ্গে থাকা দ্যা ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া রিপোর্টার জিহাদ বলেন, পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার শিহাবের পায়ে লেগেছে। তাছাড়া সাউন্ড গ্রেনেডের শব্দে কানে কম শুনতে পাচ্ছেন তিনি।

এদিকে, সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুড়ী, কালবেলা লিড মোজো রিপোর্টার আকরাম হোসেনসহ একাধিক সাংবাদিক আহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আন্দোলনকারীরা টিএসসির দিকে রওনা দিলে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ