চানখারপুলে ছাত্রলীগের গুলিতে আহত ৩ শিক্ষার্থী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
এবার চানখারপুল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ৪ রাউন্ড গুলি করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এসময় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর চানখারপুলে সোয়া ৪ টা নাগাদ এ ঘটনা ঘটে। এসময় এক শিক্ষার্থীর বুকে ও দুজনের পায়ে গুলি লেগেছে বলে জানা যায়। আহত শিক্ষার্থীদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় শিক্ষার্থীরা।
প্রতিবেদন লেখা অব্দি চানখারপুলে এখনও ধাওয়া পালটা ধাওয়া চলছে। ছাত্রলীগ নাজিমুদ্দিন রোডের গলিতে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা চানখারপুল মোড়ে অবস্থান করছে।