ঢাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু

  © টিডিসি ফটো

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে দ্বিতীয় দিনের মত রণক্ষেত্রে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল চারটার পর থেকেই ক্যাম্পাসের শহীদুল্লাহ হল এলাকা থেকে  চানখারপুল রোডে সংঘর্ষ শুরু হয়। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থানকালে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে। বহিরাগতদের হাতে রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায়ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বহিরাগত ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের নেতাকর্মীর। এসময় অনেকের হাতে রড, স্টাম্প ও লাঠিসোটা দেখা যায়।  


সর্বশেষ সংবাদ