ইনানের নেতৃত্বে ঢাবি ভিসি চত্ত্বরে হামলা ছাত্রলীগের, আহত ১০ আন্দোলনকারী
- ঢ
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্ত্বরে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার পর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলায় কয়েকজন নারী শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানা গেছে।

হেলমেটকারীদের হামলা
বিকেলে ৪টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রায় ১০-১৫ জন নারী শিক্ষার্থী সেখানে ভর্তি রয়েছেন। তারা জানান, তাদেরকে লাঠিচার্জ এবং লাঠি দিয়ে মারধর করেছে ছাত্রলীগে নেতাকর্মীরা।
এছাড়া সেখানে প্রায় অর্ধশতাধিক আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা।